ক্ষ্যাপা না জেনে তোর আপন খবর যাবি কোথায়।
আপন ঘর না খুঁজিয়ে বাইরে খুঁজলে পড়বি ধোঁকায়।।


আমি সত্য নাহি হলে
গুরু সত্য কোনকালে
আমিকে যেরূপ দেখা
সেইরূপে দীন দয়াময়।।


আত্মারূপে সেই অধর
অঙ্গ অংশ কলারূপ তার
ভেদ না জেনে বলে
কী করিলে কী হয়।।


আপনার আপনি না চিনে
ঘুরবি কত এ ভুবনে
লালন বলে অন্তিমকালে
নাহি রে উপায়।।

Lalon Fakir ।। লালন ফকির