অজান রূপে দিচ্ছে ঝলক
দেখলে নয়ন যায়গো ভুলে
কি শোভা করেছেন সাঁই রঙমহলে ।।


জলের মধ্যে কলের কোঠা
সপ্ত তালায় আয়না আঁটা।
তার ভিতরে রূপের ছটা
মেঘে যেমন বিজলী খেলে।।


লাল জরদ ছনি মনি
বলবো কি তার রূপ বাখানি।
দেখতে যেমন পরশমণি
তারার মালা চাঁদের গলে।।


অনুরাগ যার বাঁধা হৃদয়
তারই সে রূপ চোখে উদয়।
এড়াইবে শমনের দায়
লালন ম’লো অবহেলে।।

Lalon Fakir ।। লালন ফকির