একি আজগুবি এক ফুল ।
ও তার কোথায় বৃক্ষ কোথায় আছে মূল ।।


ফুটেছে ফুল মান সরোবর
স্বর্ণগোঁফা ভ্রমরা তার
কখন মিলন হয় রে দোহার
রসিক হলে জানা যায় রে স্থূল ।।


শম্ভু বিম্বু নাই রে সে ফুলে
মধুকর কেমনে খেলে
পড় সহজ প্রেম-ইস্কুলে
জ্ঞানের উদয় হলে যাবে ভুল ।।


শনি মুকুল এরা দু’জন
সে ফুলে হইল সৃজন
সিরাজ সাঁই বলে রে লালন
ফুলের ভ্রমণ কে তা করগে উল্ ।।

Lalon Fakir ।। লালন ফকির