একদিন পারের কথা ভাবলি নারে ।
পার হব হিরের সাঁকো কেমন করে ।।


বিনে কড়ির সদাই কেনা
মুখে আল্লার নাম জপ না
তাইতে কি অলসপানা
দেখি তোরে ।।


এক দমের ভরসা নাই
কখন কি করবেন গো সাঁই
তখন কার দিবি দোহাই
কারাগারে ।।


ভাসাও অনুরাগের তরি
বসাও মুর্শিদ কান্ডারি
লালন কয় সেই সে পাড়ি
যাবে সেরে ।।

Lalon Fakir ।। লালন ফকির