এই গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি ।
কারো কথা কেউ বলে না আমি কেবল হই কলঙ্কী ।।


অনেকেই তো প্রেম করে
এমন দশা ঘটে কারে
গঞ্জনা দেয় ঘরে পরে
শ্যামের পদে দিয়ে আঁখি ।।


তলে তলে তলগোঁজা খায়
লোকের কাছে সতী কওলায়
এমন সৎ কতই পাওয়া যায়
সদয় যে হয় সেই পাতকী ।।


অনুরাগী রসিক হলে
সে কি ডরায় কুলশীলে
লালন বেড়ায় ফুচকি খেলে
ঘোমটা দিয়ে চায় আড়-চোখি ।।

Lalon Fakir ।। লালন ফকির