আলিফ লাম মিমেতে কোরান
তামাম শোধ লিখেছে।
আলিফে আল্লাজী, মিম মানে নবি
লামের হয় দুই মানে
এক মানে হয় শরায় প্রচার
আরেক মানে মারফতে।।


দরমেয়ানি লাম, আছে ডানি বাম
আলেফ মিম দুইজনে
যমন গাছ বীজ অক্নুর এইমতো ঘুর
আমি না পারি বুঝিতে।।


ইশারার বচন কোরানে যেমন
হিসাব করো এই দেহেতে
পাবি লালন সব অন্বেষন
ঘুরিসনে ঘোরপথে।।

Lalon Fakir ।। লালন ফকির