আর কি পাশা খেলবরে
আমার জুড়ি কে আছে
খেলার পাশা যাওয়া আসা
আমার খেলার দিন গিয়েছে।।


অষ্টগুটি রইলো কাঁচা
কী দিয়ে আরে খেলবো পাশা
ভবকূপে পাই যে সাজা
সাজাই আখের হতেছে।।


পরের সঙ্গে জন্মাবধি
পাশা খেলায় রইলাম বন্দী
ভবকূপে দিবারাত্রি
কতই ঢেউ মোর উঠতেছে।।


সিরাজ সাঁই কয় ভাঙরে খেলা
অবহেলায় গেলো বেলা
লালন হলি কামে ভোলা
পাশা ফেলে যাও দেশে।।

Lalon Fakir ।। লালন ফকির