আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায় ।
সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয় ।।


চাতকরূপ পাখি যেমন
করে সে প্রেম নিরূপণ
আছি তেমন প্রায়, কারে বা শুধায়
সে-চাঁদের উদ্দিশ কে কয় ।।


একদিন সে-চাঁদ গৌরাঙ্গ
গোপীনাথতলায় গেল
হারায় সেথায়, সোনার নদীয়ায়
সেই হতে অন্ধকার হয় ।।


গৌরচাঁদ এই স্বচক্ষে
যে জনা একবার দেখে
দুঃখ দূরে যায়, ভজনহীন তায়
লালন কি তা জনতে পায় ।।

Lalon Fakir ।। লালন ফকির