আর কি গৌর আসবেন ফিরে ।
মানুষ ভজে যে যা কর গৌরচাঁদ গিয়েছে সরে ।।


একবার প্রভু এই নদীয়ায়
মানুষ রূপে হইয়ে উদয়
প্রেম বিলায়ে যথা তথায়
গেল প্রভু নিজপুরে ।।


চার যুগের ভজনাদি
বেদেতে রাখিয়া বিধি
ব্রজের নিগূঢ় রসপান্তি
সঁপে গেলেন শ্রীরূপেরে ।।


আর কিরে সেই অদ্বৈত গোঁসাই
আনবেন গৌর এই নদীয়ায়
লালন বলে সেই দয়াময়
মেলে কারো ভাগ্যশিরে ।।

Lalon Fakir ।। লালন ফকির