আমি তো নইরে আমার
সকলি পর আমি আমার না।
কার কাছে কইরে আমি
কোথা পাই আমির বেনা ।।


আমি যদি আমার হতাম
কুপথে আর নাহি যেতাম
সরল পথে থেকেরে মন
দেখতাম আপন কলখানা ।।


আমি এলাম পরে পরে
পর নিয়ে বসত করে
আমার আপন কেউ নাইরে
পরের সঙ্গে লেনাদেনা ।।


ভেবে কয় ফকির লালন
পরের সঙ্গে দিন কাটালাম
পিতৃধন গেল তামাম
সে ভাবনা ভাবলাম না ।।

Lalon Fakir ।। লালন ফকির