আমার একি কবার কথা আপন বেগে আপনি মরি ।
গৌর এসে হৃদয়ে বসে করে আমার মন চুরি ।।


কিবা গৌররূপ লম্পটে
ধৈর্য-ডুরি দেয় গো কেটে
লজ্জা-ভয় সব পলায় ছুটে
যেন ঐ রূপ মনে করি ।।


গৌর দেখা দিল ঘুমের ঘোরে
চেতন হয়ে পাইনে তারে
পলাইল কোন শহরে
নবদলের রসবিহারি ।।


মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকি করে
লালন বলে তাই না আমারে
করলেন গুরু বরাবরি ।।

Lalon Fakir ।। লালন ফকির