আমায় চরণ-ছাড়া কর না হে দয়াল হরি ।
আমি অধম পামর বটে দোহাই দেই তোমারি ।।


চরণের যোগ্য মন নয়
তবু মন ওই রাঙা চরণ চায়
দয়ালচাঁদের দয়া হইলে
পারে যায় অপারি ।।


অনিত্য সুখের সর্ব ঠাঁই
তাই দিয়ে জীব ভুলাও হে গোঁসাই
চরণ দিতে কেন তবে
কর হে চাতুরী ।।


ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দেও হে দীননাথ
লালন বলে ঘুরাইও না হে
করে মায়াকারি ।।

Lalon Fakir ।। লালন ফকির