আপন মনের বাঘে যারে খায়।
কোনখানে পালালে বাঁচা যায়।।


বন্ধ ছন্দ করিরে এঁটে
ফস করে যায় সকলই কেটে।
অমনি সে গর্জিয়ে ওঠে
মন পাখিরে হানা দেয়।।


মরার আগে যে মরতে পারে
কোন বাঘে কি করতে পারে।
মরা কি সে আবার মরে
মরিলে সে অমর হয়।।


মরার আগে জ্যান্তে মরা
গুরুপদে মন নোঙ্গর করা।
লালন তেমনি পতঙ্গের ধারা
অগ্নিমুখে ধেয়ে যায়।।

Lalon Fakir ।। লালন ফকির