আজো করছে সাঁই ব্রহ্মাণ্ডের অপার লীলে
নৈরাকারে ভেসেছিল যে রুপ হালে।।


নৈরাকারে গম্ভু ভারি
আমি কি তাই বুজতে পারি
কিঞ্চিৎ প্রমান তারি
শুনি সংকূলে।।


অবিম্বু উথলিয়ে নীর
হয়েছিল নৈরাকার
ডিম্বুরূপ হয়গো তার
সৃষ্টির ছলে।।


আত্মতত্ত্ব আপনি ফানা
মিছে করি পড়াশোনা
লালন বলে যাবে জানা
আপনারে আপনি চিনিলে।।

Lalon Fakir ।। লালন ফকির