আজ ব্রজপুরে কোন পথে যাই
ও তাই বল রে, স্বরূপ বল রে তাই
আমার সাথের সাথী আর কেহই নাই ।।


কোথা রাধে কোথা কৃষ্ণধন
কোথা রে তার সব সখিগণ
আর কতদিনে চলিলে সে চরণ পাই ।।


যার লেগে আজ মুড়িয়েছি মাথা
তারে পেলে যায় মনের ব্যথা
কী সাধনে সে চরণে পাইব ঠাঁই ।।


তোরা যত স্বরূপ গণেতে
বর দে গো কৃষ্ণচরণ পাই যাতে
অধীন লালন বলে কৃষ্ণলীলের অন্ত নাই ।।

Lalon Fakir ।। লালন ফকির