আজ রোগ বাড়ালি শুধু কুপথ্যি করে ।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজ্যেরে ।।


মানিলে কবিরাজের বাক্য
তবে রোগ হত আরোগ্য
মধ্যে মধ্যে নিজে বিজ্ঞ
হয়ে গোল বাধালি রে ।।


অমৃত ঔষধ খালি
তাতে মুক্তি নাহি পেলি
লোভ-লালসে ঘুরে মলি
ধিক তোর লালসেরে ।।


লোভে পাপ পাপে মরণ
তা কি জান না রে মন
লালন বলে যা যা এখন
মর গা যা ঘোর বিমারে ।।

Lalon Fakir ।। লালন ফকির