আইনমাফিক নিরিখ্ দিতে ভাব কি ।
কাল শনম এলে বলবি কী ।।


ভাবতে দিন আখেরি হল
ষোল আনা বাঁকি প’ল
কী আলসে ঘিরে নিল
দেখলি না খুলে আঁখি ।।


নিষ্কামী নির্বিকার হলে
জীয়ন্তে মরে যোগ সাধিলে
তবে খাতায় উসুল মিলে
নইলে উপায় কী দেখি ।।


শুদ্ধ মনে সকলি হয়
তাও তো জোটে না তোমায়
লালন বলে করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণপাখি ।।

Lalon Fakir ।। লালন ফকির