আমি এক দি না দেখিলাম তারে
আমার বাড়ির কাছে আরশী নগর
এক পড়শী বসত করে
গেরাম বেড়ে অগাধ পানি
ও তার নাই কিনারা নাই তরণী পারে।
আমি বাঞ্ছা করি দেখব তারে
আমি কেম্ নে সে গাঁয়ে যাইরে।।
কি কব সেই পড়শীর কথা
তার হস্ত পদ স্কন্ধ মাথা নাইরে।
ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর
আবার খনেক ভাসে নীরে।
পড়শী যদি আমায় ছুঁতো
আমার যম যাতনা যেত দূরে।
আবার সে আর লালন একখানে রয়
তবু লক্ষ যোজন ফাঁক রে।।
আমি এক দিন না দেখিলাম তারে - লালন ফকীর
- Details
- Lalon Fakir ।। লালন ফকির
- Category: লালন ফকীর কবিতা
- Read Time: 1 min
- Hits: 1737