ঘরের মানুষ আছে ঘরে
তারেও চিনলাম না----
চিনে ভালবাসলে পরে
বিচারের ভয় রবে না,
তোমার মরনের ভয় রবে না।।
দুশছয়টি টুকরো কাঠে
বিনা পেরেক সেইঘর আঁটে
তিনশ ষাটটি তার লাগিয়ে
চালায় মালিক কারখানা।।
আট কুঠুরী ঘরের নয় দরজা
তিনজন উজির তিনজন রাজা
তিনতলা ঘর বড়ই মজার
পাঁচজনার ঐ বারামখানা।।
সাততলা ঘর সিংহাসনে
বসে আছে মালিক নিজের ধ্যানে
লালন বলে অন্যমনে
কর গুরুর সাধনা।।
ঘরের মানুষ আছে ঘরে - লালন ফকীর
- Details
- Lalon Fakir ।। লালন ফকির
- Category: লালন ফকীর কবিতা
- Read Time: 1 min
- Hits: 1105