অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জগৎ চরাচর
গুরু তুমি পতিত পাবন পরম ঈশ্বর।
ব্রহ্মা বিষ্ণু শিব তিনে
ভজে তোমায় নিশিদিনে,
তোমা বিনে বুঝি না অন্যে
যা করো তুমি আমায়।
ভজে যদি না পাই তোমায়
এ দোষ আমি দেবো বা কার,
নয়ন দুটি তোমার উপর
তুমি গুরু পরাৎপর।
আমি লালন একই শিরে
ভাই বন্ধু নাই আমার জোড়ে,
ভুগেছিলাম পক্স জ্বরে
মলম শাহ করলেন উদ্ধার।