অনুরাগ নইলে কি সাধন হয়
সে তো মুখের কথা নয়,
বনের পশু হনুমান
রাম বিনে তার নাইরে ধিয়ান,
কইট মনে মুদে নয়ন
অন্যরূপ না ফিরে চায়।
তার সাক্ষী দেখ চাতকেরে
তৃষ্ণায় জীবন যায় মরে,
তবু অন্য বারি খায় না রে
থাকে মেঘের জলের আশায়।
রামদাস মুচির ভক্তিতে
গঙ্গা এল চামকেটোতে,
সে রূপ সাধল কত মহতে
লালন কূলে কূলে বায়।