তোমারি এই বসন-ভূষণ
কার লাগিয়া করো,
দেহটারে ছাইড়া মায়া
অন্তরারে ধরো, ও মন।

ললাটে চাঁদ আঁইকা তুমি
আছো মনের মগনে,
সেজদা দেবার সময় কোথায়
সেই না প্রভুর চরণে,
তাইতো বলি ওরে ও মন
তারে মনে করো।

নিজের কাছে অচেনা তুই
মন রে দিলি পরবাস,
সেই নিরাকার একজনাতে
হইল না তোর বসবাস।

Lalon Fakir ।। লালন ফকির