আজব আয়নামহল মণিগভীরে,
সেথা সতত বিরাজে সাঁইজী মেরে।
তার পূর্ব দিকে রত্ন-বেদী
তার উপরে খেলছে জ্যোতি,
তারে যে দেখে সেই ভাগ্যপতি
সচেতন সে সব খবরে।
জলের ভেতরে শুকনো জমি
আঠার মোকামে তাই কায়েমি,
নিঃশব্দে শব্দের উদ্গামী
সে মোকামের খবর জান গে, যা রে।
মণিপুরের হাটে মনোহারী কল
তেহাটা ত্রিবেণী তাহে বাঁকা নল,
মাকড়শার জালে বন্দী সে জল
লালন বলে সঙ্গী বুঝবে কে রে।