আপন ঘরের খবর নে না, অনা’সে দেখতে পাবি কোনখানে তার বারামখানা, আপন ঘরের খবর নে না। আমি কমল কোঠা কারে বলি, কোন মোকাম তার কোথায় গলি সেখানে পড়ে ফুলি, মধু খায় সে অলি-জনা আপন ঘরের খবর নে না। সূক্ষ্ম জ্ঞান যার ঐক্য মুখ্য, সাধকেরই উপলক্ষ্য অপরূপ তারই বৃক্ষ, দেখলে চোখের পাপ থাকে না আপন ঘরের খবর নে না। শুষ্ক নদীর সুখ সরোবর, তিলে-তিলে হয় গো সাঁতার লালন কয় কীর্তিকর্মার, কীর্তিকর্মার কি কারখানা আপন ঘরের খবর নে না।