আমার ঘরের চাবি
পরের হাতে রে,
আমার ঘরের চাবি।
আমি কেমনে খুলিয়ে সে ধন
দেখবো চোখেতে রে,
আমার ঘরের চাবি।

আপন ঘরে বোঝাই সোনা
পরে করে লেনা দেনা,
আমি হলাম জন্ম-কানা
না পাই দেখিতে রে।

এই মানুষের আছে রে মন
তারে বলে মানুষ রতন,
ফকির লালন বলে পেয়ে সে ধন
পারলাম না চিনতে রে।

Lalon Fakir ।। লালন ফকির