আমায় চরণ ছাড়া
কোরো না হে দয়াল হরি,
পাপ করি পামরা বটে
দোহায় দিই তোমারি।

অনিত্য সুখে সর্ব ঠাঁই,
তাই দিয়ে জীব ভোলাও গো সাঁই,
তবে কেন চরণ দিতে
করো হে চাতুরি।

চরণের ঐ যোগ্য মন নয়,
তথাপি মন রাঙা চরণ চায়,
দয়াল চাঁদের দয়া হ’লে
যেত অসুখ সারি।

ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দাও হে দীননাথ,
লালন বলে ঘুরাইও না
হে মায়াচারী।

Lalon Fakir ।। লালন ফকির