আমি ওই চরণের দাসের যোগ্য নই,
নইলে মোর দশা কি এমন হয়।

তুমি নিজগুণে পদার বিন্দু দেন যদি সাঁই দীনবন্ধু,
তবেই তরি ভবসিন্ধু নইলে না দেখি উপায়।

ভাব জানি নে, প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে,
ভাব দিয়ে ভাব নিলে ‘পরে সেই সে রাঙাচরণ পাই।

অহল্যা পাষাণী ছিল, চরণধূলায় মানবী হইল,
ফকির লালন পথে পড়ে রইল, যা করেন সাঁই দয়াময়।

Lalon Fakir ।। লালন ফকির