তোমার নামের সুধা পান করিয়া
মত্ত থাকি সর্বদাই,
আমি কাঙাল দয়াল গুরু আমার
মন তো কাঙাল নয়।

শুনেছি হে তুমি নাকি
বড়ো দয়াময়,
তোমার কৃপা না হইলে কারো
চলবার শক্তি নাই,
একটা পাথরের ভিতরে ক্রিয়া পোকা
আহার যোগায় সর্বদাই।

যে যা মনে বাঞ্ছা করে
দয়াল গুরু কৃপা করে,
ভক্তি যার থাকে
হবে রে ফল, নয় রে বিফল
গুরু গোসাঁই-র কৃপা হয়।

গেল বেলা, জপ হরিনামের মালা
হবেরে ফল নয়রে বিফল
গুরু গোসাঁই-র কৃপা হয়।

লালন বলে এসে দুনিয়ায়,
দুখে-দুখে জনম গেল, দয়াল
করি কি উপায়,
আজ দুখ-নিবারণ করবে যে জন
শরণ লও গুরুর রাঙা পায়।

Lalon Fakir ।। লালন ফকির