হেলায় হেলায় দিন বয়ে যায়
আর ঘিরে নিলো কালে,
আর কি হবে মানব জনম
আমি বসব সাধু মিলে।
কত শত লক্ষ যোনি
ভ্রমণ করেছো জানি,
মানব কূলে মন রে তুমি
এসে কি করিলে।
মানব জনমের আশায়
কত দেব-দেবতায় বঞ্চিত হয়,
হেন জনম দীন-দয়াময়
দিয়েছ কোন ফলে।
ভুলো না রে মন বাসনা
সমঝে করো বেচা কেনা,
লালন বলে কূল পাবে না
এবার ঠকে গেলে।