মন তুই করলি একি ইতরপনা,
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।
শুদ্ধরাগে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি,
বলি মন তাই নিরবধি বাগ মানে না,
মন তুই করলি একি ইতরপনা।
কি বৈদিকে ঘিরলো হৃদয়,
হইলো না সুরাগের উদয়
নয়ন থাকিতে সদাই হলি রে কানা,
মন তুই করলি একি ইতরপনা।
পাপের ধন তোর খেলো সর্পে
জ্ঞানচক্ষু নাই দেখবি কবে,
ফকির লালন বলে হিসাব কালে
যাবে রে জানা,
মন তুই করলি একি ইতরপনা।