এই বেলা তোর ঘরের খবর
জেনে নে রে মন,
ঘরের কে বা ঘুমায়, কে বা জাগে
কে কারে দেখায় স্বপন।
শব্দের ঘরে কে বারাম দেয়
নি:শব্দে কে আছে সদাই,
যেদিন হবে মহাপ্রলয়
কে কারে করবে দমন।
দেহের গুরু হয় কে বা
শিষ্য হয়ে কে দেয় সেবা,
যেদিন তাহা জানতে পাবা
কুলের ঘোর যাবে তখন।
যে ঘরামি ঘর বেঁধেছে
কোনখানে সে বসে আছে,
সিরাজ সাঁই কয় তাই না বুঝে
দিন তো বয়ে যায় লালন।