এসো হে অপারের কান্ডারী,
পড়েছি অকূল পাথারে
দাও আমায় চরণতরী।

প্রাপ্ত পথ ভুলে হে এবার
ভবরোগে ভুগবো কত আর,
তুমি নিজগুণে শ্রীচরণ দাও
তবেই কূল পেতে পারি।

ছিলাম কোথায় এলাম হেথায়
আবার আমি যাই যেন কোথায়,
তুমি মনোরথের সারথি হয়ে
স্বদেশে নাও মনেরই।

পতিতপাবন নাম তোমার গো সাঁই
পাপী-তাপী তাইতে দেয় দোহাই,
ফকির লালন বলে তোমা বিনে
ভরসা কারে করি।

 

Lalon Fakir ।। লালন ফকির