এসো হে প্রভু নিরঞ্জন,
এ ভব তরঙ্গ দেখে
আতঙ্কেতে যায় জীবন।

তুমি ভক্তি, তুমি মুক্তি
অনাদির আদ্যশক্তি,
দাও হে আমার ভক্তির শক্তি
যাতে তৃপ্ত হয় ভবজীবন।

ধ্যানযোগে তোমারে দেখি
তুমি সখা আমি সখী,
মম হৃদয় মন্দিরে থাকি
দাও ঐ রূপ দরশন।

ত্রিগুণে সৃজিলেন সংসার
লীলা দেখে কয় লালন তার,
সিদরাতুল মুনতাহায়
যেন গোলামেরই হয় আসন।

Lalon Fakir ।। লালন ফকির