ও দয়াল গুরু গো,
মনের দুখ আর বলা গেল না,
ও দুখ বলতে গেলে, না যায় বলা
মন-তলায় জল মানে না।

দশে ইন্দ্রিয় রিপু ছয়জনা,
ছয়জনা ছয় মতে চলে গুরু
নিষেধ মানে না,
তাঁরা সদাই চলে কুপথে মন
সুপথে আর চলে না।

এক ঘরেতে বসত করি মন,
আপনারে পর ভাবিয়া
কাটাইলাম জনম,
এসে এই বিদেশে পরবাসে
আপনারে চিনলাম না।

এখন আমি কার ছায়ায় দাঁড়াই,
তুমি বিনে ও গুরু গো
আর তো কেহ নাই,
এসে দয়া ক’রে মনমোহন কে
দাও যদি চরণ খানা।

Lalon Fakir ।। লালন ফকির