কই হল মোর মাছ ধরা,
চিরদিন ধাপ ঠেলিয়ে
হলাম আমি বল সারা।

একে যাই ধেপো বিলি
তাতে হল ঠেলা জালি,
ওঠে শামুকের ভারা।
শুভ যোগ না পেলে
সে মাছ বলে,
হয় না কভু ক্ষার ছাড়া।

কেউ বলা-কওয়া করে
মাছ ধরতে যাই প্রেম সাগরে,
যে নদীর হয় তিন ধারা।
আমি মরতে গেলাম সেই নদীতে
খাটল না খ্যাপলা-ক্ষরা।

যেজন ডুবারু ভাল
মাছের ক্ষার সেই চিনিল,
তাদের সিদ্ধি হল যাত্রা।
আমি লালন ধাপ ঠেলা পাট
সার হল মোর লাল পড়া।

Lalon Fakir ।। লালন ফকির