কবে সাধুর চরণধূলি মোর লাগবে গায়
আমি বসে আছি আশাসিন্ধুর তীরে সদাই।
চাতক যেমন মেঘের জল বিনে
অহর্নিশি চেয়ে থাকে মেঘ-ধেয়ানে,
ও তার তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে
হলো সেই দশা আমার।
ভজন-সাধন আমাতে নাই
কেবল মহৎ নামের দিই গো দোহাই,
তোমার নামের মহিমা জানাও গো সাঁই
পাপীর হও সদয়।
শুনেছি সাধুর করুণা
সাধুর চরণ পরশিলে লোহা হয় সোনা,
বুঝি, আমার ভাগ্যে তাও হইল না
ফকির লালন কেঁদে কয়।