বেদ বিধির পর শাস্ত্র কানা
আর এক কানা মন আমার,
এসব দেখি কানার হাট বাজার।
এক কানা কয় আর এক কানারে
চল এবার ভবপারে,
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বারংবার।
পণ্ডিত কানা অহংকারে
মাতবর কানা চোগলখোরে,
সাধু কানা অন বিচারে
আন্দাজে এক খুঁটি গাড়ে,
চেনে না সীমানা কার।
কানায় কানায় উলামিলা
বোবাতে খায় রসগোল্লা,
তেমনি লালন মদনা কানা
ঘুমের ঘোরে দেয় বাহার।