কারে দিব দোষ, নাহি পরের দোষ
মনের দোষে আমি পড়লাম রে ফেরে,
আমার মন যদি বুঝিত, লোভের দেশ ছাড়িত
লয়ে যেত আমায় বিরজা পারে।

মনের গুণে কেহ হইল মহাজন
ব্যাপার ক’রে পেল অমূল্য রতন,
আমারে ডুবালি, ওরে অবোধ মন
এখন পারের সম্বল কিছুই না পেলাম করে।

একদিন ভাবলে না অবোধ মনুরায়
ভেবেছ কি দিন এমনি বুঝি যায়,
অন্তিম কালের কালে কি না জানি হয়
সকল জানা যাবে যেদিন শমনে ধরে।

কামে চিত্ত-হত মন রে আমার
সুধা ত্যেজে গরল খায় সে বেশুমার,
দরবেশ সিরাজ সাঁই কয়, লালন রে তোমার
ভগ্নদশা বুঝি ঘটলো আখেরে।

Lalon Fakir ।। লালন ফকির