কোথায় রবে এ ভয় বন্ধু
পড়বে যেদিন কালের হাতে,
কে তোমার আর যাবে সাথে।
নিকাশের দায় ক’রে খাড়া
মারবে রে ও দোষের গোড়া,
সোজা করবে ব্যাঁকা-ত্যাড়া
জোর জবর খাটবে না তাতে।
যে আশাতে ভবে আসা
হলো না তার রতিমাসা,
ঘটালি মন কী দুর্দশা
কু-রসে কু-সঙ্গে মেতে।
যারে ধ’রে পাবি নিস্তার
তারে সদাই ভাবলি রে পর,
সিরাজ সাঁই কয় লালন তোমার
ছাড়ো ভবের কুটুম্বিতে।