কে বানাইলো এমন রঙমহলখানা
হাওয়া দমে দেখ তারে আসল বেনা।

বিনা তেলে জ্বলছে বাতি
দেখতে যেমন মুক্তা মোতি,
ঝলক দেয় তার চতুর্ভিতি, মধ্যেখানা।

তিল পরিমাণ জায়গা সে যে
হদ্দরূপ তাহার মাঝে,
কালায় শোনে, আঁধলায় দেখে ল্যাংড়ার নাচনা।

যে বানাইলো এ রঙমহল
না জানি তার রূপটি কেমন,
সিরাজ সাঁই কয়, নাই রে লালন, তার তুলনা।

Lalon Fakir ।। লালন ফকির