আমি এত বয়সে গাছকে বলছি 

তোমরা ভাঙা ডালে সূর্য বসাও 

হাঃ হাঃ আমি গাছকে বলছি 

অন্ধকার হয়েছে আর আমি নদীকে বলছি 

তোমার মরা খাতে পরী নাচাও 

হাঃ হাঃ আমি নদীকে বলছি 

থরায় মাটি ফেটে পড়ছে 

আর আমি হাঁটছি রক্তপায়ে 

যদি দু-একটা বীজ ভিজে ওঠে 

হাঃ হাঃ যদি দু-একটা 

নিসর্গের বুকে আমি হাড় বাজাচ্ছি 

আর মাদারির মতো হেঁকে বলছি 

এই আওয়াজ হয়ে যাবে একমাঠ ধান 

ঝিঁ ঝিঁ হুতোম প্যাঁচা শেয়াল 

আস্থায়ী আর অন্তরায় রাত ধুনছে 

আমি বলছি একমাঠ ধান 

হাঃ হাঃ হাঃ হাঃ 

 

Arun Mitra ।। অরুণ মিত্র