ভোরগুলো সব বেমালুম হাওয়া, 

নিরেট অন্ধকার থেকে জেগে 

একেবারে দাউদাউ দুপুরে। 

হাত বাড়িয়ে দিলেই ঝরা পাতা মরা পাতা 

আর ইটভাঁটার মুঠোমুঠো ছাই। 

কোথায় যে ফুটে আছে ঘুমছোঁয়া শিশিরচোখ 

এলিয়ে আছে ভেজা নীলের আকাশ। 

খুঁজে আনো ভোরগুলোকে, খোঁজো। 

Arun Mitra ।। অরুণ মিত্র