ট্রামবাসের ঝড় এইরকমই বয়, 

ভোররাতের কুঁড়িটা মরে 

আর আমি টলতে টলতে 

তারস্বরে ঘন্টি লাগাই, 

থামো, 

বুঝি থামলেই আমি জমি পাব। 

 

ওলটপালট হুহু পথ, 

দোকানঘরের আগুন 

দুই ধারে ছড়িয়ে যায়, 

রাস্তার কোণগুলো গনগন করে। 

আমার শিরার সব ঢেউ 

চোরা পাথরে লাগে 

আর আমাকে অস্থির করে, 

এই থামো, 

আমি এখানেই ঝাঁপিয়ে পড়ব 

যেখানে রাশ রাশ মানুষ ঘুরপাক খায়। 

একসঙ্গে অন্ধকারে যাব 

মাটির উপর দিয়ে হেঁটে 

কখনকার সেই কথা আমি আঁকড়ে আছি। 

আমার জন্যে একজন দাঁড়িয়ে রয়েছে। 

চৌরাস্তার কাছে 

যেখানে ভীষন এলোমেলো টান 

যেখানে সমস্ত মুখ ঘুরেযায় 

আর অপেক্ষা করার জায়গাগুলো 

হলকার ভিতরে কাঁপতে থাকে, 

কাউকে ঠাওর করতে পারি না, 

থামো, আমি এখানেই ঝাঁপিয়ে পড়ি, 

আমার জন্যে একজন নিশ্চয় দাঁড়িয়ে রয়েছে। 

Arun Mitra ।। অরুণ মিত্র