আমাকে ছিঁড়ছে 

কুটিকুটি করে ছিঁড়ে ফেলছে মধুমন্তী, 
আমি শব্দ করতে পারছি না 
আমার সব শব্দ গ্রাস করছে মধুমন্তী, 
শব্দের যন্ত্রনা এক সুখ থেকে আরেক সুখে লুটিয়ে পড়ছে। 
আমি কান পেতে শুনছি 
কিন্তু কোথায় আমার কান, 
কোন টুকরোয় জ্যোৎস্না হাসছে কোন টুকরোয় রোদের চিৎকার? 
আমাকে ছিঁড়ে ছিঁড়ে কুরে কুরে ছড়িয়ে দিচ্ছে মধুবন্তী, 
আমার লোমকূপগুলো খুলে যাচ্ছে ঘুরণস্রোতে 
ধুয়ে যাচ্ছে তছনছ মুখ কপাল 
থুতনির ঢাল বেয়ে অমৃতফোঁটা 
ঝরে পড়ছে আমার জামাকাপড়, 
আমি জিব বাড়িয়ে চাটব কিন্তু জিব কই? 
আমি টেরও পাচ্ছি না কোন রন্ধ্রে আমার নিঃশ্বাস, 
আমার ধুকধুক মীড়ে হলকতানে এলিয়ে পড়ে লাফিয়ে উঠে লণ্ডভণ্ড । 
এই মরণ, অথচ আশ্চর্য শোনো শোনো 
মধুবন্তীর তুরপুন জড়িয়ে 
গান গাইছে গুঁড়ো গুঁড়ো অরুণ 
আমাকে নিয়ে কী জাদুগিরিতে যে মেতেছ তুমি মধুবন্তী! 

Arun Mitra ।। অরুণ মিত্র