তোমার পলাশ-গোধূলির রাজ্য 

আমি এক ঝলক দেখেছিলাম। 
সে কি মায়া না মতিভ্রম? 
যাইহোক, তখন থেকেই আমার ছটফটানি : 
কবে যাব কবে যাব। 
কিন্তু কী করে যাই? 
আমাকে যখন তখন ঘিরে ফেলে 
আগুন-চোখ বরফ-চোখ 
মাঝেমাঝে আড় চাউনির বেড়াজাল, 
ঘিরে ফেলে গাড়ি-জট বাড়ি-জট 
গলিতে মোড়ে ছোরাছুরির আফসানি। 
কী আর বলব, যাওয়া বড় শক্ত। 
আমার প্রাণ তো আমি সঁপেই দিয়েছি তোমাকে, 
কিন্তু তা যদি টুপ করে ঝরে পড়ে রাস্তায় … 
রাস্তা খুঁজতে … তবে? 
 
আমার রক্ত আর তোমার পলাশ-গোধূলি 
এমন মিলত, 
তখন না হয় যেত সবই ঝরে যেত একসঙ্গে। 
এখানে তো আমি হারজিতের পালায়, 
আমার হাড়মাংসে হাওয়ার তাত 
কী আর করি, 
আমি ঘেরাটোপে নিঃশ্বাস নিতে নিতে 
ভালোবেসে এক-একবার আঁকড়ে ধরি 
তোমার মায়া নাকি আমার মতিভ্রম। 
 

Arun Mitra ।। অরুণ মিত্র