তোমাকে এই স্বরব্যঞ্জনে রেখেছি, 

তুমি তো মাঠের মেয়ে 
খঞ্জনার নাচের মেয়ে, 
তুমি ডানা ঝাপটাচ্ছ অনবরত। 
আর কতক্ষনই-বা তুমি থাকবে এখানে 
আমার এই কলমের নীচে? 
 
তোমাকে ডাকছে রোদের আকাশ 
ঝরন্ত ঘামের মাঠ, 
এত ভালোবাসতেও তুমি পারো তাদের! 
তবু বলছি তুমি আমার আঙুলের ডগায় 
এই লাল বিন্দুতে একটু থাকো 
আমাকে একটু শেখাও 
কী করে রক্তলিপি লিখতে হয় 
তারপর সেই ছাপ মাঠময়, 
ভরা রোদের আকাশে 
তোমার সঙ্গে জ্বলন্ত নাচের বর্ণমালা 
আর  আমাদের ওড়া একসঙ্গে। 

Arun Mitra ।। অরুণ মিত্র