Bibhutibhushan Bandyopadhyay ।। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

Miscellaneous Information

**বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়** ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন। তাঁর সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস হল **পথের পাঁচালী** ও **অপরাজিত**। এছাড়াও, তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে **আরণ্যক**, **চাঁদের পাহাড়**, **আদর্শ হিন্দু হোটেল**, **ইছামতী** ও **অশনি সংকেত**। বিভূতিভূষণের সাহিত্যকর্মে গ্রামীণ জীবনের চিত্রায়ন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তার উপন্যাস ও গল্পে গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও প্রকৃতির অপার সৌন্দর্যকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে এক অনন্য স্থান দখল করে আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের ১২ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার রানাঘাটের কাছে কাঁঠালডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষকতা ও সাংবাদিকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরে বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে শিক্ষকতা করতেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালের ১লা নভেম্বর ঝাড়খন্ডের ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। তিনি বাংলা সাহিত্যে একজন অমর কথাসাহিত্যিক হিসাবে পরিচিত।

Articles