অমিয় চক্রবর্তী

Miscellaneous Information

অমিয় চক্রবর্তী (১৯০১-১৯৮৬) ছিলেন একজন বাঙালি কবি, গবেষক ও শিক্ষাবিদ। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিরিশের দশকের অন্যতম প্রধান কবি হিসেবে তার নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।চক্রবর্তী ১৯০১ সালের ১০ই এপ্রিল হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা দ্বিজেশচন্দ্র চক্রবর্তী ছিলেন একজন খ্যাতিমান আইনজীবী এবং মাতা অনিন্দিতা দেবী ছিলেন একজন গৃহিণী। চক্রবর্তী কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ. এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে "খসড়া", "এক মুঠো", "মাটির দেয়াল", "অভিজ্ঞান বসন্ত", "ঘরে ফেরার দিন" প্রভৃতি। তিনি এছাড়াও বহু গদ্যরচনা, প্রবন্ধ ও স্মৃতিকথা রচনা করেন।তিনি ১৯৮৬ সালের ১২ই জুন শান্তিনিকেতনে মৃত্যুবরণ করেন।তার কবিতা আধুনিক বাংলা কবিতার ধারাবাহিকতা বজায় রেখেই নতুনত্বের স্বাক্ষর রাখে। তার কবিতায় রয়েছে জীবন, প্রেম, প্রকৃতি ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ। তিনি বাংলা কবিতায় এক অনন্য ভূমিকা রেখেছেন।

Articles