Bisnu de ।। বিষ্ণু দে

Miscellaneous Information

বিষ্ণু দে (১৯০৯-১৯৮২) একজন বিখ্যাত বাঙালি কবি, লেখক, এবং চলচ্চিত্র সমালোচক। তিনি ছিলেন আধুনিক বাংলা কবিতার অন্যতম অগ্রণী পুরুষ। তিনি ১৮ জুলাই, ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৩৫ সালে রিপন কলেজ (বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ)-এ ইংরেজির অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি জীবদ্দশায় বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা, প্রবন্ধ, সমালোচনামূলক রচনা ইত্যাদি প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল: * উর্বশী ও আর্টেমিস (১৯৩৩) * চোরাবালি (১৯৩৭) * সাত ভাই চম্পা (১৯৪৪) * স্মৃতি সত্তা ভবিষ্যৎ (১৯৬৩) * তুমি শুধু পঁচিশে বৈশাখ (১৯৬০) তার রচনাগুলিতে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য উভয় সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায়। তিনি তার কবিতায় সমকালীন জীবনের নানা সমস্যা ও সংকট তুলে ধরেছেন। তিনি ১৯৭১ সালে তার স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ লাভ করেন। তিনি ১৯৮২ সালের ৩ ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।

Articles