Balai Chand Mukhopadhyay ।। বলাইচাঁদ মুখোপাধ্যায়

Miscellaneous Information

বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯-১৯৭৯) একজন বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি। তিনি বনফুল ছদ্মনামে অধিক পরিচিত। তিনি ১৯ জুলাই, ১৮৯৯ সালে বিহারের পূর্ণিয়া জেলার মণিহারীতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি লাভ করেন। তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি কৈশোর থেকেই সাহিত্য চর্চা শুরু করেন। তিনি বনফুল ছদ্মনামে রচিত তার কবিতা, গল্প ও নাটক বাংলা সাহিত্যে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলি হল: * কবিতা: বনফুলের কবিতা, বনফুলের কবিতা সংগ্রহ, বনফুলের শ্রেষ্ঠ কবিতা * গল্প: বনফুলের গল্প সংগ্রহ, বনফুলের শ্রেষ্ঠ গল্প * নাটক: বনফুলের নাটক সংগ্রহ, বনফুলের শ্রেষ্ঠ নাটক তিনি তার সাহিত্যকর্মের জন্য পদ্মভূষণ (১৯৭৫), রবীন্দ্র পুরস্কার (১৯৬২) ও জগত্তারিণী স্বর্ণপদক (১৯৬৭) লাভ করেন। বনফুলের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তিনি তার রচনায় প্রকৃতি, প্রেম, মানবতা ও সমাজ বাস্তবতার চিত্র তুলে ধরেছেন।

Articles